পিএসএলে কি আজ অভিষেক হবে রিশাদের
বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান কম। পেলেও বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেতে দেখে যায় না খুব একটা।
রিশাদ হোসেনেরও বিদেশে খেলতে যাওয়ার অনুমতি পাওয়া হচ্ছিল না। এ কারণে কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পাওয়ার পরও খেলার সুযোগ হয়নি।
তবে অবশেষে অপেক্ষা ফুরিয়েছে রিশাদের। বাংলাদেশের ২২ বছর বয়সী এই লেগ স্পিন অলরাউন্ডারকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত পিএসএল প্লেয়ার্স ড্রাফটে রিশাদকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে ৮৫ হাজার মার্কিন ডলারে (এক কোটি টাকার কিছু বেশি) কিনেছিল লাহোর কালান্দার্স। দলটির হয়ে খেলতে গত সোমবার পাকিস্তানে গেছেন রিশাদ। রাওয়ালপিন্ডিতে আজ রাতে আসরের উদ্বোধনী ম্যাচেই খেলতে নামছে লাহোর, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।
এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—লাহোর কালান্দার্স কি আজ রিশাদকে খেলাবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে রাত ৯টায় টস হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে লাহোরের স্কোয়াডের দিকে তাকালে ও রাওয়ালপিন্ডির কন্ডিশন বিবেচনায় নিলে রিশাদের খেলার সম্ভাবনা নিয়ে একটা ধারণা তৈরি হতে পারে।