হাজারতম গোলের পথে আরো দুই ধাপ এগুলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো দিচ্ছেন না কোন ইঙ্গিত, কোথায় গিয়ে তিনি তাঁর ক্যারিয়ার করবেন শেষ। তাঁর নামটাই যে এক রেশ। প্রথমার্ধেরে শেষ মুহুর্তে গোল হজম করে আল নাসর পিছিয়ে পড়েছিল।
তবে রোনালদো মাঠে থাকতে কি তাঁর দলকে হারতে দিতে পারেন? ৪০ বছর বয়সী এই মহাতারকা করলেন জোড়া গোল।
তাতেই শনিবার সৌদি প্রো লিগে নগরপ্রতিদ্বন্দ্বী (১২ এপ্রিল) আল রিয়াদকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। আর পর্তুগিজ মহাতারকা আরো দুই ধাপ এগিয়ে গেলেন তাঁর ক্যারিয়ার হাজারতম গোলের দিকে।
ঘরের মাঠ আল আওয়াল পার্কে প্রথমার্ধের যোগ করা সময়ে ফায়েজ সেলেমানির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল রিয়াদ। ব্যাপারটা তাঁতিয়ে দিয়েছিল আল নাসরের দুই তারকা ফরোয়ার্ড সাদিও মানে ও রোনালদোকে। এই জুটির প্রচেষ্টায় দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি স্বাগতিকরা।