দারুণ জয়ে এএইচএফ কাপ শুরু করেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। বাকি তিন গোলদাতা নাঈম উদ্দিন, রাকিবুল ইসলাম ও সোহানুর রহমান সবুজ।
দারুণ জয়ে শুরু বাংলাদেশের
বৃষ্টিস্নাত ম্যাচে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার উপলক্ষ এলো দ্বিতীয় কোয়ার্টারে। কাজাখস্তান দ্রুতই সমতা ফেরাল। তবে তৃতীয় কোয়ার্টারে ছড়ি ঘুরিয়ে বাংলাদেশ তুলে নিল দাপুটে জয়।
পঞ্চম মিনিটে প্রথম পেনাল্টি কর্নায় পায় বাংলাদেশ, সুযোগটি যদিও কাজে লাগাতে পারেনি তারা।
আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে এই প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিকরা।