বিরাটদের হারালেন শ্রেয়সেরা
শুক্রবার ঘরের মাঠে পঞ্জাবের কাছে পাঁচ উইকেটে হারল বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে হারের হ্যাটট্রিক।
এই ওপেনিং জুটির উপর ভরসা করে অন্তত চারটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। তবে যে দিন এই দু’জনের ব্যাট চলবে না, সে দিন যে দলকেও হারতে হবে তা আরও এক বার বোঝা গেল।
আইপিএলে প্রতিটি দলই চায় পাওয়ার প্লে-র মধ্যে যতটা সম্ভব রান তুলতে। ১০০-র বেশি রান তুলে দেওয়ার নজিরও বেশ কয়েকটি রয়েছে। সল্ট এ বার ঠিক সেই কাজটাই করছেন। প্রথম বল থেকে চালাতে শুরু করছেন। ব্যাটে-বলে হলে তাঁকে আর আটকানো যাচ্ছে। মাঠের চারধারে উড়ে যাচ্ছে বল। কোহলি শুরু থেকে একটু ধীরগতিতে খেলছেন। সল্ট আউট হলে বা তাঁর রানের গতি কমলে তখন কোহলি চালিয়ে খেলছেন। বেঙ্গালুরুর এই ফর্মুলা মোটামুটি সফল হচ্ছে। তবে পঞ্জাবের বিরুদ্ধে হল না।
রজত পাটীদার বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারেন। তবে একার হাতে দলকে টানার মতো ক্ষমতা এখনও তাঁর হয়নি। তা ছাড়া, বেঙ্গালুরুর পিচ এ দিন তাঁকে বড় শটও খেলতে দেয়নি। লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মার মতো নাম বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডারে থাকলেও তাঁরা ব্যর্থ।