টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন পাতিদার যেভাবে
ব্যাট হাতে দারুণ সময় কাটছে রজত পাতিদারের। সেই ধারাবাহিকতায় এবার গড়লেন দারুণ এক কীর্তি। আইপিএলে দ্রুত এক হাজার রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ছাড়িয়ে গেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে।
মাত্র ৩০ ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি; যেখানে টেন্যুলকারের লেগেছিল ৩১ ইনিংস।
তবে এই তালিকার শীর্ষে গুজরাট টাইটান্স ওপেনার সাই সুদর্শন, যিনি ২৫ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন।
একই সঙ্গে এদিন বিরাট কোহলি ও দেবদুত পাড্ডিকালের পর তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এক হাজার রান পূর্ণ করেন।