প্রশংসায় বাড়ছেন আবাশ খান, হারলো রাজস্থান

শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৯ রান প্রয়োজন ছিল রাজস্থানের। কিন্তু আবেশ খান স্নায়ু ধরে রাখায় শেষ ৬ বলে মাত্র ৬ রানই নিতে পারে তারা! তাতে রাজস্থানের নাকের ডগা থেকে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে লখনউ। 

 ১৮ বলে প্রয়োজন ২৫। তখন ১৮তম ওভারে ৫ রানের বিনিময়ে দুটি উইকেট তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সমর্থ্য হন আবেশ খান। প্রথম বলেই ফেরান সেট হয়ে থাকা ও সর্বোচ্চ ইনিংস খেলা ওপেনার যশস্বী জয়সওয়ালকে (৭৪)। তার ৫২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছয়ের মার। 

৩৭ রানে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরা আবেশ খান। একটি করে নিয়েছেন শার্দুল ঠাকুর ও এইডেন মারক্রাম। শুরুতে টস জিতে এইডেন মারক্রামের ৬৬ ও আইয়ুশ বাডোনির ৫০ রানে ভর করে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ গড়ে লখনউ। মারক্রামের ৪৫ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়। বাডোনির ৩৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। তাছাড়া শেষ দিকে আব্দুল সামাদের ১০ বলে খেলা ৩০ রানের ক্যামিও ইনিংস স্কোর বাড়াতে ভূমিকা রাখে।