সাদমানের  সেঞ্চুরি  টেস্ট ক্যারিয়ারে ১০০০ রানের মাইলফলক।

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। সাবলীল ব্যাটিংয়ে চার বছর পর সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

সাদমানের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল এই জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০২১ সালের জুলাইয়ে হারারেতে। এরপর তিনবার ফিফটি করলেও সেঞ্চুরির অপেক্ষা আর ঘোচেনি। বিশেষ করে গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭ রানের জন্য হাতছাড়া হয়েছিল দ্বিতীয় সেঞ্চুরি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। ২৬ ইনিংস পর আবার ছুঁয়ে ফেললেন টেস্ট ক্যারিয়ারে ১০০০ রানের মাইলফলক।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম সাবধানী সূচনা করেন। ২৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। ফিফটি তুলে নেন সাদমান।

বিরতি থেকে ফিরে ৮০ বলে ৩৯ রান করে আউট হন বিজয়। তবে সাদমান থেমে থাকেননি। পরবর্তী ব্যাটার মুমিনুল হককে সঙ্গে নিয়ে এগিয়ে নিতে থাকেন দলকে। ১৪২ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।