সাদমানের সেঞ্চুরিতে ৬৪ রানের লিডে বাংলাদেশ

সাদমানের সেঞ্চুরি উদযাপন

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৬৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।

দিনের শুরুতে বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৭৭ রানে ২ উইকেট নিয়ে খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে মাত্র ৪০ রানের ব্যবধানে বাকি ৮ উইকেট হারিয়ে ২১৭ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। বোলিংয়ে একাই ঝড় তোলেন তাইজুল ইসলাম—নেন ৬ উইকেট। অভিষেকে তানজিম সাকিবও তুলে নেন তার প্রথম আন্তর্জাতিক উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। দুজন মিলে গড়েন ১১৮ রানের উদ্বোধনী জুটি—যা ৩২ ইনিংস পর বাংলাদেশের ওপেনিংয়ে শতরানের জুটি। এনামুল বিজয় ৩৯ রানে মুজারাবানির শিকার হলেও সাদমান খেলেন পরিপূর্ণ টেস্ট ইনিংস। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি, আর সেই সাথে অতিক্রম করেন ব্যক্তিগত ১ হাজার টেস্ট রানের মাইলফলক।

এরপর মুমিনুল হকের সঙ্গে আরও একটি ৭৬ রানের জুটি গড়েন সাদমান। মুমিনুল ৩৩ রানে ফিরলে কিছুটা ছন্দপতন হয়। সাদমান শেষ পর্যন্ত থামেন ১২০ রানে। পরবর্তীতে শান্ত ও মুশফিক ইনিংস বড় করতে ব্যর্থ হন, তবে দলের স্কোরবোর্ডে তখনও লিড চলে এসেছে বাংলাদেশের ঝুলিতে।

সবমিলিয়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্পষ্ট এগিয়ে থাকার চিত্র ফুটে উঠেছে স্কোরবোর্ডে। এখন দেখা বাকি, তৃতীয় দিনে লোয়ার অর্ডার ব্যাটাররা কতটা যোগ করতে পারেন—আর বাংলাদেশের বোলাররা কেমন চাপ সৃষ্টি করতে পারেন জিম্বাবুয়ের ওপর।

এসএফ