দেম্বেলের গোলে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পথে এক ধাপ এগিয়ে পিএসজি

ম্যাচের শুরুতে দর্শকরা এমিরেটস স্টেডিয়ামে ঠিক মতো বসেইনি, এর মধ্যেই বাজিমাত! ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলের দুর্দান্ত গোলেই লিড নেয় প্যারিস সেইন্ট জার্মান (পিএসজি)। জর্জিয়ান তরুণ খভিচা কাভারৎস্খেলিয়া বক্সের মধ্যে চমৎকার পাস বাড়ান দেম্বেলেকে, আর এক স্পর্শে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ফরাসি তারকা। বলটি প্রতিপক্ষ ডিফেন্ডারদের পাশ কাটিয়ে কোণাকুণি শটে আর্সেনালের জালে জড়িয়ে যায়।

এই একমাত্র গোলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪/২৫ সিজনের সেমিফাইনালের প্রথম লেগে ১–০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল পিএসজি। ইতিহাস বলছে, আগের চারবার সেমিফাইনাল খেলেও কখনও চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি পিএসজি। এবার কি তবে ইতিহাস বদলানোর পালা?

প্রথমার্ধজুড়ে পিএসজি ছিল বেশ আগ্রাসী। বল দখল, পাস একুরেসি, আর ফাইনাল থার্ডে উপস্থিতিতে স্পষ্টই এগিয়ে ছিল তারা। আর্সেনালের মাঝমাঠ যেন ছিন্নবিচ্ছিন্ন দেখিয়েছে বেশিরভাগ সময়। স্বাগতিকরা কিছুটা ঘুরে দাঁড়ায় প্রথমার্ধের শেষ ১০-১৫ মিনিটে, তবে সেটি পর্যাপ্ত ছিলনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল আর্সেনালের সামনে। ৪৭তম মিনিটে ডেকলান রাইসের ফ্রি-কিকে হেড করে বল জালে পাঠান মিকেল মেরিনো। স্টেডিয়ামে তখন উল্লাস শুরু হলেও ভিএআরে ধরা পড়ে, মেরিনো অফসাইড পজিশনে ছিলেন। রেফারি গোল বাতিল করেন।

এরপর ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের দেখা মিললেও উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত এমিরেটসেই আর্সেনালকে ১–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বড় সুবিধা নিয়ে ঘরে ফিরছে পিএসজি।

এখন অপেক্ষা দ্বিতীয় লেগের জন্য, যেটি অনুষ্ঠিত হবে প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে। আর্সেনাল সেখানে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সেটিই এখন বড় প্রশ্ন।