আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন না, রিয়াল মাদ্রিদেই থাকছেন ২০২৬ পর্যন্ত?
ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির বাকি সময়ের আর্থিক জটিলতা এবং ক্লাবের পরিকল্পনার কারণে তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (CBF) প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও ব্রাজিলের গ্লোবোএস্পোর্তে জানিয়েছে, আনচেলত্তি মৌখিকভাবে ব্রাজিলের সঙ্গে সম্মতি দিলেও, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির বাকি সময়ের ক্ষতিপূরণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। আনচেলত্তি চুক্তির বাকি সময়ের জন্য ৪০ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেন, যা রিয়াল মাদ্রিদ প্রত্যাখ্যান করে।
এছাড়া, রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে আনচেলত্তিকে ডাগআউটে রাখতে চায়। ক্লাবটি ক্লাব বিশ্বকাপে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের পরিবর্তে আনচেলত্তির নেতৃত্বে অংশ নিতে আগ্রহী।
ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলত্তির সঙ্গে চুক্তি সম্পন্ন করতে লন্ডনে বৈঠক করলেও, আনচেলত্তি জানিয়ে দেন যে তিনি আগস্টে ব্রাজিলের দায়িত্ব নিতে চান। তবে CBF জুনেই তাকে দায়িত্বে চাইছিল, কারণ জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে।
এই পরিস্থিতিতে, CBF এখন নতুন কোচের সন্ধানে রয়েছে। পর্তুগিজ কোচ জর্জ জেসুসকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।