কলম্বোতে চমক দেখালো বাংলাদেশ
আকাশপথে চট্টগ্রাম থেকে প্রায় ৩ হাজার ৫৮ কিলোমিটার দূরের শহর কলম্বোতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিনিয়রদের ১০৬ রান ও ইনিংস ব্যবধানের জয়ের বিপরীতে কলম্বোয় জিতেছে জুনিয়ররা। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
এতে ৬ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
বাংলাদেশের যুবাদের জয়ের আগে বেরসিক বৃষ্টিও নিজেদের খেলার শখ মিটিয়ে। তাদের খেলা থামলে ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। এতে প্রথমে ব্যাটিং করে ২ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
এই রানে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক আজিজুল তামিম। ৮৪ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার খেলেন ৩৮ রানের ইনিংস।
আজ তো ছক্কা মেরে দিয়েছি, মুজারাবানির বাউন্সারের বিষয়ে মিরাজ
মাঝপথে বৃষ্টি আসায় সেই লক্ষ্য পরে ডিএলস পদ্ধতিতে ২৮ ওভারে ১৯৮ দাঁড়ায়।
শ্রীলঙ্কা রান তাড়া করতে নেমে ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। এরপর বৃষ্টি নামলে লক্ষ্যটা ১৬০ রানের হয়। পরে ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার সময় আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ৩৯ রানের জয় পায়। অধিনায়ক আজিজুল তামিম ব্যাটিংয়ে ফিফটির পর বল হাতে নিয়েছে ২ উইকেট। তার মতো সমান ২ উইকেট পেয়েছেন সর্বশেষ ম্যাচে ৬ উইকেট নেওয়া পেসার আল ফাহাদ।
উল্লেখ্য, সিরিজের চতুর্থ ম্যাচ আগামী ৩ মে।