ফাইনালের পথে এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে অ্যাথলেটিক বিলবাওকে তাদের ঘরের মাঠ সান মামেসে ৩-০ গোলে পরাজিত করেছে। বৃহস্পতিবার (১ মে) অনুষ্ঠিত এই ম্যাচে রেড ডেভিলসদের হয়ে জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্দেজ এবং একটি গোল করেন ক্যাসেমিরো।

ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে ফেলে। ৩০ মিনিটে হ্যারি ম্যাগুইয়ারের বাড়ানো ক্রস থেকে ম্যানুয়েল উগার্তের ফ্লিকে বল পেয়ে ক্যাসেমিরো সহজেই গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩৭ মিনিটে রাসমুস হোজলুন্ডকে ফাউল করায় ইউনাইটেড পেনাল্টি পায় এবং বিলবাওয়ের ডিফেন্ডার ড্যানি ভিভিয়ান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, উগার্তের পাসে ব্রুনো ফার্নান্দেজ নিজের দ্বিতীয় গোলটি করে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলের বড় লিড এনে দেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও বিলবাও এক গোল হজম ও একজন খেলোয়াড় কম নিয়ে খেলায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি।

উল্লেখ্য, সান মামেসে এই মৌসুমে ইউরোপা লিগে এর আগে খেলা ছয়টি ম্যাচেই অপরাজিত ছিল বিলবাও। তারা করেছিল ১৪টি গোল এবং খেয়েছিল মাত্র ২টি। এই পরাজয়ে তাদের সেই রেকর্ড ভেঙে গেল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুই দল আবার মুখোমুখি হবে আগামী ৮ মে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। সেখানে ফাইনালে ওঠার লক্ষ্যে নামবে ম্যান ইউনাইটেড, যারা প্রথম লেগেই বেশ সুবিধাজনক অবস্থান তৈরি করে নিয়েছে।