টিম সাউদি হচ্ছেন ইংল্যান্ড দলের নতুন পেস বোলিং কোচ

সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শকের দায়িত্বে ছিলেন জেমস অ্যান্ডারসন। তবে কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার সিদ্ধান্ত নেওয়ায় তিনি ওই ভূমিকা থেকে সরে দাঁড়াচ্ছেন। ফলে ইংল্যান্ড দলের পেস বোলিং কোচের পদে আসছেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার টিম সাউদি। বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।

২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল সাউদির। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে ১০৭টি টেস্টে তিনি নিয়েছেন ৩৯১টি উইকেট, যা কিউইদের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে তিন ফরম্যাটে ৩৯৪ ম্যাচ খেলে ৭৭৬ উইকেট শিকার করেছেন তিনি।

ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামের সুপারিশেই সাউদির সঙ্গে যোগাযোগ করেছে ইসিবি। ম্যাককালাম ও সাউদি নিউজিল্যান্ড দলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন এবং একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগেও একই দলের অংশ ছিলেন। তাদের মধ্যে সুসম্পর্ক এবং সাউদির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইংলিশ পেসারদের আরও ধারালো করে গড়ে তুলতে চায় দলটি।

আগামী ২২ মে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে ইংল্যান্ডের আন্তর্জাতিক সূচি শুরু হবে। এরপর রয়েছে ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সীমিত ওভারের সিরিজ এবং সেপ্টেম্বরের আয়ারল্যান্ড সফর।