প্রথমবারের মতো মাঠে নামতে পারেন বাংলাদেশি পেসার
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা। আজ (২ মে) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো মাঠে নামতে পারেন বাংলাদেশি পেসার। পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার স্পিডস্টার। লাহোরে রানা-বাবরদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।
এবারের পাকিস্তান সুপার লিগের মধ্য দিয়ে রিশাদ হোসেন ও নাহিদ রানা, দুই বাংলাদেশি ক্রিকেটারেরই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা হচ্ছে। রিশাদের অভিষেক হয়েছিল রঙিন। প্রথম ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে পিএসএলে ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছিলেন টাইগার লেগস্পিনার। তবে, এরপরই কিছুটা ছন্দপতন। খরুচে বোলিংয়ে বাদ পড়েন লাহোর কালান্দার্সের একাদশ থেকে। তাই এ কদিন খানিকটা হতাশায় কেটেছে বাংলাদেশি দর্শকদের। তবে, আবারও পিএসএল উপভোগের সময় এসেছে তাদের। অভিষেকের অপেক্ষায় টাইগার পেস সেনসেশন নাহিদ রানা।
নাহিদ কতটা ভয়ঙ্কর, তা পাকিস্তানিরা ভালোভাবেই জানে। নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তারা যে প্রথমবারের মতো টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল, ঐ সিরিজে অগ্নিঝরা বোলিং করেছিলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিতে বোলিংয়ের রেকর্ডটা রানা গড়েছিলেন পাকিস্তানের মাটিতেই। এবার মঞ্চ ভিন্ন। তবে, বল হাতে গোলা ছোড়ার ক্ষুধা একইরকম।
পেশোয়ার জালমির জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার ফাস্ট বোলার। ৬ ম্যাচে মাত্র ২ জয় পাওয়া দলকে ট্র্যাকে ফেরাতে অধিনায়ক বাবর আজমের তুরুপের তাস হয়ে উঠতে পারেন লাল-সবুজ ইয়াংস্টার।
জালমির প্র্যাক্টিস সেশনে নিয়মিত ত্রাস ছড়িয়েছেন। তার পেস সামলাতে হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা। পিএসএল পয়েন্ট টেবিলের শীর্ষদল ইসলামাবাদ ইউনাইটেডের জয়রথ থামাতে তৈরি রানা।
এমনিতেই জিম্বাবুয়ের বিপক্ষে পারফরম্যান্স হয়নি আশানুরূপ। সিলেটে টেস্টটাও হেরেছে বাংলাদেশ। ঐ হতাশা নিয়েই পাকিস্তানে গেছেন নাহিদ। পিএসএলে অগ্নিমূর্তি দেখাতে তর সইছেনা টাইগার পেস সেনসেশনের।