অনুশীলনে আহত হার্দিক, কপালে পড়েছে ৭ সেলাই
ছবিটি প্রথম নজরে আসে টসের সময়, যেখানে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডের বাঁ চোখের উপরে কপালে একটি ব্যান্ডেজ বাঁধা। এই দৃশ্য দেখেই আলোচনা শুরু হয়—আসলে কী হয়েছিল হার্দিকের? কীভাবে চোট পেলেন তিনি? যদিও শুরুতে হার্দিক কিংবা মুম্বাই ইন্ডিয়ান্স পক্ষ থেকে কিছু জানানো হয়নি, পরে জানা যায় যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময়ই তিনি আঘাত পেয়েছিলেন।
মুম্বাইয়ের অনুশীলন চলাকালীন স্থানীয় এক বোলারের বল সুইপ করতে গিয়ে হার্দিকের ব্যাটে লেগে বল তার কপালে, বাঁ চোখের উপরে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে দলের ফিজিও এসে তার চোট পরীক্ষা করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার কপালে সাতটি সেলাই দিতে হয়। এই সেলাই নিয়েই রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামেন তিনি।
ম্যাচ চলাকালীন ব্যান্ডেজের উপর বিশেষ ধরনের একটি চশমা পরেছিলেন হার্দিক, যাতে কপালে আবার আঘাত না লাগে। সৌভাগ্যবশত, ম্যাচের সময় আর কোনো চোট পাননি তিনি। খেলার পরে তিনি জানান, দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
চোট থাকা সত্ত্বেও মাঠে তার পারফরম্যান্সে কোনো প্রভাব দেখা যায়নি। চার নম্বরে নেমে প্রথমে কিছুটা ধীরগতির খেললেও পরে আগ্রাসী ব্যাটিং করেন তিনি। শেষদিকে ফজল হক ফারুকির একটি ওভারে ২২ রান নিয়ে নেন। সব মিলিয়ে মাত্র ২৩ বলে ৪৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন হার্দিক, যেখানে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। সূর্যকুমার যাদবের সঙ্গে তার জুটিতেই মুম্বাইয়ের স্কোর পৌঁছে যায় ২১৭ রানে।