হামজার পর এবার কানাডা প্রবাসী সামিতের লাল-সবুজ জার্সির স্বপ্ন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের আগমনের ধারাবাহিকতায় এবার কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম লাল-সবুজ জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর সামিতের এই সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে।

সম্প্রতি, সামিত সোম কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এর আগে, ১১ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে তার জন্ম সনদ সংগ্রহ করেছে এবং কানাডা ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র (NOC) পেয়েছে। এখন ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে বাফুফে।

সামিত বলেন, "এখানে এসে সবকিছু বাস্তব হয়ে যাচ্ছে। আশা করি ভালোভাবে পাসপোর্টের কাজ এবং ফিফার অনুমোদন পেয়ে যাব। তারপর খেলতে পারব বাংলাদেশের জন্য।" তিনি আরও জানান, "বাংলাদেশের খেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। হামজা চৌধুরীও এখন তাদের হয়ে খেলছে, সে যেতে পারলে আমি কেন যেতে পারব না!"

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে খেলার বিষয়ে আশাবাদী সামিত। তিনি বলেন, "আশা করি, সবকিছু ঠিকঠাক হলে খেলতে পারব।" সামাজিক মাধ্যমে দেশের ফুটবল ভক্তদের উচ্ছ্বাস প্রসঙ্গে তিনি বলেন, "খুব বেশি প্রতিক্রিয়া পাচ্ছি। আমি খুশি।"

সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। প্রবাসী প্রতিভাদের অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় দলের শক্তি বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।