কোহলি-রোহিতদের বাংলাদেশ সফর আটকে যেতে পারে
আগস্টে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভারতের সংবাদমাধ্যমটি লিখেছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত।
আইসিসি কর্তৃক অনুমোদিত ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) সফরটি অনিশ্চিত হয়ে ওঠার পেছনে ভারত–পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার একটি সাম্প্রতিক মন্তব্যের কথা তুলে ধরা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।
টাইমস অব ইন্ডিয়ার ‘আন্তসীমান্ত উত্তেজনা উপমহাদেশের ক্রিকেটসূচি ব্যাহত করতে পারে’ শিরোনামের খবরে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ এল এম ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখলের প্রস্তাব দিয়েছেন। চীনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি।
এমন পরিস্থিতিতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর বয়কটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণকারী একটি সূত্র। প্রতিবেদনে ওই সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়, ‘সফরটি সূচির অংশ হলেও এখনো কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর না–ও হতে পারে। এমন সম্ভাবনাই বেশি।’
এদিকে গত ২৯ এপ্রিল এ এল এম ফজলুর রহমানের ফেসবুক পোস্টের বিষয়ে আজ একটি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায় যে মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা সাম্প্রতিক মন্তব্যগুলো স্রেফ তাঁর ব্যক্তিগত। এসব মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না এবং তাই সরকার কোনোভাবেই এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সব জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজিবির (সাবেক বিডিআর) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।