পন্থের লখনউয়ের সামনে ২৩৭ রানের লক্ষ্য দিল শ্রেয়সের পঞ্জাব

নিলামের আগে যখন প্রভসিমরন সিংহকে পঞ্জাব কিংস ধরে রেখেছিল তখন অবাক হয়েছিলেন অনেকে। কেন প্রভসিমরনের উপর পঞ্জাব ভরসা করেছিল তার জবাব ব্যাটের মাধ্যমে দিয়েছেন এই ওপেনার। ধর্মশালায় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেই ছবি আরও এক বার দেখা গেল। ওপেন করতে নেমে ১৯তম ওভার পর্যন্ত খেললেন তিনি। ৪৮ বলে ৯১ রান করলেন। তাঁর ব্যাটে ভর করে ঋষভ পন্থদের সামনে ২৩৭ রানের লক্ষ্য দিলেন শ্রেয়স আয়ারেরা।