ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নেতৃত্বে শাই হোপ

স্পোর্টস ডেস্ক, ৬ মে ২০২৫:
আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (CWI)। ছয় ম্যাচের এই ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার শাই হোপ

দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ সফরে অভিষেকেই আলোড়ন তোলা ব্যাটার আমির জাঙ্গু। গত ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ৭৯ বলে সেঞ্চুরি করে নজর কাড়েন এই তরুণ। এছাড়া, ১৮ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রুও দলে ফিরেছেন।

চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন শামার জোসেফম্যাথিউ ফোর্ড। তবে আইপিএল ব্যস্ততা থাকায় এই সফরে পাওয়া যাবে না তারকা ব্যাটার শিমরন হেটমেয়ারকে।

বাংলাদেশ সিরিজের পর কিছু পরিবর্তন এসেছে ক্যারিবীয় কোচিং স্টাফেও। নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনকে সরিয়ে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার রবি রামপাল। আয়ারল্যান্ড সফরে কোচিং প্যানেলে থাকবেন সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন

সফর সূচি অনুযায়ী, ২১ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে আরও তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, যার প্রথমটি মাঠে গড়াবে ২৯ মে। ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজেও অংশ নেবে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ স্কোয়াড শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র।