"রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি"
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা, চালিয়ে যাবেন ওয়ানডে মিশন
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ও অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন ‘হিটম্যান’ খ্যাত এই ক্রিকেটার।
আন্তরিক বার্তায় অবসরের ঘোষণা
সোমবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোহিত শর্মা বলেন,
"হ্যালো সবাইকে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা ছিল আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। যারা দীর্ঘ এই যাত্রায় আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।"
তিনি আরও জানান, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন।
টেস্ট ফরম্যাটে রোহিতের পরিসংখ্যান
রোহিত শর্মা ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন। এই ফরম্যাটে তিনি করেছেন ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ-সেঞ্চুরির সাহায্যে মোট ৪,৩০১ রান। তার টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয় ২০১৩ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কলকাতার ইডেন গার্ডেন্সেই।
সফলতম ওয়ানডে ক্যারিয়ার
যদিও রোহিতের প্রিয় ফরম্যাট ওয়ানডে। ৫০ ওভারের ক্রিকেটে তিনি গড়েছেন একাধিক রেকর্ড।
বিশ্ব ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে তার। এর মধ্যে ২০১৪ সালের ১৩ নভেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে ইডেন গার্ডেন্সে করা ২৬৪ রানের ইনিংস আজও ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে রেকর্ডে রয়েছে।
ওয়ানডে ক্যারিয়ারে রোহিত এখন পর্যন্ত খেলেছেন ২৭৩ ম্যাচ, করেছেন ১১ হাজার ১৬৭ রান। এর মধ্যে রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৬৮টি ফিফটি।
বিদায়ের মুহূর্তে ‘হিটম্যান’কে নিয়ে আবেগাপ্লুত ক্রিকেট বিশ্ব
রোহিতের এই ঘোষণা ক্রিকেট ভক্তদের হৃদয়ে আবেগ ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার পরিণত ব্যাটিং এবং ইনিংস নির্মাণের ধৈর্য তাকে বিশ্বমানের একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে তার অবদান বরাবরই স্মরণীয় হয়ে থাকবে।