প্রতারণার অভিযোগে তদন্তের মুখে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো: কোচ নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে, যা তাকে তদন্তের মুখোমুখি করেছে। যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে সিবিএফ প্রেসিডেন্টের পদ হারাতে পারেন।
এডনাল্ডোর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার আলোচনাতেও নতুন মোড় আনতে পারে। তবে এডনাল্ডো শুনানির মুখোমুখি হওয়ার আগে সিবিএফ কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
২০২৪ সালের শুরুর দিকে এডনাল্ডোকে অনির্বাচিত আখ্যা দিয়ে সিবিএফ থেকে অপসারণ করা হয়েছিল। তবে সেই বছরের মার্চে পুনরায় নির্বাচিত হয়ে তিনি কনফেডারেশনের দায়িত্বে ফিরে আসেন।
নতুন করে অভিযোগ উঠেছে, পুনঃনির্বাচিত হওয়ার সময় যে নথিপত্র দেখানো হয়েছিল, সেখানে ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আন্তোনিও কার্লোস নুনিয়েজের স্বাক্ষর জাল করে এডনাল্ডো সিবিএফের প্রেসিডেন্ট পদে বসেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নুনিয়েজের আসল হাতের লেখার সঙ্গে ওই স্বাক্ষরের মিল নেই।
এই অভিযোগের ভিত্তিতে ২৮ মে ক্রীড়া আদালতে এডনাল্ডোর শুনানি হবে। অন্যদিকে, ব্রাজিল ২৬ মে’র মধ্যে কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তি সম্পন্ন করে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়। তবে প্রতারণার অভিযোগ সত্যি প্রমাণিত হলে আনচেলত্তি চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারেন।