"হকি বিশ্বকাপে বাংলাদেশের ডাবল চমক: অভিষেক অনূর্ধ্ব-২১ দলের, দায়িত্বে দুই দেশী আম্পায়ার"
হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ দল
ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ হকি ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো যেকোনো পর্যায়ের হকি বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ দল।
গত বছরের ডিসেম্বর মাসে ওমানে অনুষ্ঠিত যুব এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করায় বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) নিয়ম অনুযায়ী, এশিয়া কাপের শীর্ষ পাঁচ দল অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলার টিকিট পায়।
এবারের যুব হকি বিশ্বকাপ আগামী ২৮ নভেম্বর থেকে ভারতের ভূবনেশ্বরে শুরু হবে। এই বিশ্বকাপে বাংলাদেশসহ ১৬টি দেশ অংশগ্রহণ করবে।
এই অর্জন শুধু খেলোয়াড়দের মাঝেই সীমাবদ্ধ থাকছে না। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দুই বাংলাদেশি আম্পায়ার— মো. সেলিম ও মো. শাহবাজ— আন্তর্জাতিক মঞ্চে দায়িত্ব পালন করবেন। এটি দেশের জন্য এক বিশাল সম্মান ও সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশের হকির উন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির একটি বড় মাইলফলক, যা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণাদায়ক ভূমিকা রাখবে।