দীর্ঘ বিরতির পর সাকিবের অনুশীলন, ভক্তদের মনে প্রত্যাশা
দীর্ঘ বিরতির পর নেটে ফিরলেন সাকিব আল হাসান, ফেরার ইঙ্গিত?
স্পোর্টস ডেস্ক
দীর্ঘদিন মাঠের বাইরে কাটানোর পর অবশেষে ক্রিকেটে ফেরার আভাস দিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাইয়ের আজমাইন শহরের একটি মাঠে নেট অনুশীলনে ব্যাট হাতে দেখা গেছে তাকে।
সাম্প্রতিক সময়ে মিরপুরে অনুশীলন তো দূরের কথা, দেশের বাইরেও সাকিবের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রম ছিল প্রায় শূন্যের কোটায়। তাই তার ব্যাট-বল হাতে অনুশীলনে ফেরা নিঃসন্দেহে বড় খবর।
নিজের স্পন্সর প্রতিষ্ঠান পিউমার টি-শার্ট পরে অনুশীলনে অংশ নেন সাকিব। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি হালকা বল করতেও দেখা গেছে। জানা গেছে, তার লক্ষ্য এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ফেরার সুযোগ নেওয়া।
সাকিব সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে, আবুধাবি টি-১০ লিগে। এরপর আইপিএল, পিএসএল কিংবা দ্য হান্ড্রেড—কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই দল পাননি তিনি।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ডে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ত্রুটিমুক্ত ঘোষণা পেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে খেলাধুলা থেকে দূরে থাকার কারণে মাঠে ফেরা হচ্ছিল না।
বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট মৌসুম চলছে, যেখানে বিদেশি খেলোয়াড়দের জন্য সুযোগ অপেক্ষাকৃত বেশি। যেহেতু অনেক আন্তর্জাতিক ক্রিকেটার বর্তমানে আইপিএল ও পিএসএল নিয়ে ব্যস্ত, সে সময় কাউন্টি দলগুলোর নজরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। অভিজ্ঞতা ও দক্ষতার বিচারে সাকিবকে দলে ভেড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এছাড়া সাকিব বর্তমানে দুবাইতে অবস্থান করায় আরও একটি বিষয় আলোচনায় এসেছে। ১৪ মে বাংলাদেশ জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। যদি সাকিব সেসময় সেখানে অবস্থান করেন, তবে দীর্ঘদিন পর তার দলের সঙ্গে সরাসরি দেখা হতে পারে।