ম্যানসিটির বিদায়ী তারকা ডি ব্রুইনের জন্য লিভারপুল ও নাপোলির লড়াই
চমক জাগিয়ে ম্যানসিটি ছাড়ছেন ডি ব্রুইনে, আগ্রহী লিভারপুল ও নাপোলি
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনে। নিজেই দিয়েছেন এমন ঘোষণা। তবে ক্লাবের এমন সিদ্ধান্তে বিস্মিত বেলজিয়ান তারকা। শীর্ষ পর্যায়ের পারফরম্যান্স ধরে রেখেও চুক্তি নবায়ন না করায় হতাশ ডি ব্রুইনে।
৩৩ বছর বয়সেও নিজেকে টপ লেভেলে ফিট মনে করেন তিনি। বারবার চোটে পড়ায় সিটি আর তাকে রাখতে চায় না—এমনটিই ধারণা ফুটবল মহলে। যদিও শেষ কয়েক ম্যাচে তিনি দেখিয়েছেন, এখনও ক্লাসে ঘাটতি নেই।
ডি ব্রুইনের ভবিষ্যৎ নিয়ে যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর আগ্রহের গুঞ্জন, ঠিক তখনই ইউরোপের শীর্ষ পর্যায়ের দুটি ক্লাব তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।
ইতালির সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি আগ্রহী ডি ব্রুইনিকে পেতে। দ্য টাইমস জানিয়েছে, নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাওয়া অ্যান্তোনিও কন্তে তাকে দলে চান। পরের মৌসুমে সিরি আ শিরোপা ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও ভালো করতে চান কন্তে।
তবে সব আলোচনা ছাপিয়ে বড় খবর, ডি ব্রুইনিকে চায় লিভারপুল। ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিওর দাবি, ফ্রি এজেন্ট হিসেবে এমন অভিজ্ঞ ও বিশ্বমানের মিডফিল্ডার পাওয়া রেডসদের জন্য বিরল সুযোগ। তিনি এলে ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের অভিজ্ঞতার ঘাটতি পূরণ হবে এবং মাঝমাঠের শক্তি বাড়বে বলেই বিশ্বাস ক্লাবটির।
এর আগে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও ডি ব্রুইনিকে দলে নেওয়ার আগ্রহ দেখায়। শোনা যাচ্ছে, কোচ উনাই এমেরি নিজেই তার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন। যদিও তারা ম্যানসিটির মতো বেতন দিতে না পারলেও ইউরোপেই খেললে ডি ব্রুইনে ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পারবেন—এই যুক্তি দেখাচ্ছে ক্লাবটি।
এদিকে ডি ব্রুইনির প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো ফায়ার ক্লাবের আগ্রহও আগে থেকেই রয়েছে।
এখন দেখার বিষয়, ইউরোপে থাকবেন নাকি সৌদি কিংবা আমেরিকার যেকোনো বড় প্রজেক্টে যোগ দেবেন বেলজিয়াম মিডফিল্ডার।