ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এই সংকটময় পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের তথ্য ও গুজব, যার অনেকগুলোই ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে একাধিক ফ্যাক্টচেকিং সংস্থা।
এমন প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিদ্ধান্তে আমাদের ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ওপর অত্যন্ত গর্ব অনুভব করি। আমাদের যোদ্ধারা দেশের গৌরব রক্ষায় দৃঢ়ভাবে অটুট রয়েছেন। প্রতিটি ভারতীয়ের দায়িত্বশীল হওয়া এবং কোনো ভুয়া খবর না ছড়ানো বা তাতে বিশ্বাস না করা অত্যন্ত জরুরি। সবাই নিরাপদ থাকুন!’
এদিকে চলমান সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। একইসঙ্গে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে চলমান পিএসএল। যুদ্ধাবস্থার প্রভাবে কার্যত থমকে গেছে এশিয়ার ক্রিকেট সূচি।