পাঁচ টি-টোয়েন্টির লড়াই, বাংলাদেশ সিরিজ নিয়ে যা জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড
ভারত-পাকিস্তান উত্তেজনায় পাকিস্তান সফর অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ
চলতি মে মাসে পাকিস্তান সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে সিরিজটি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই সিরিজ। কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ প্রসঙ্গে বলেন,
“সিরিজ মাঠে গড়াবে কিনা সেটা আমরা আরো ১-২ দিন পর বলতে পারব। এখন তো অনিশ্চিত মনে হচ্ছে।”
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা আশাবাদী রয়েছেন। তিনি বলেন,
“সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। নিয়মিত বোর্ড-টু-বোর্ড যোগাযোগ চলছে।”
উল্লেখ্য, ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এমনকি এই কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়েও উঠছে প্রশ্ন। দুই দেশের বোর্ড নিয়মিত যোগাযোগ করলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করতে হবে।