ভারতের বিরুদ্ধে বিশাল জয় পাকিস্তানের, কোয়ার্টার ফাইনালে এক পা

যুদ্ধপ্রবণ আবহেও ক্রীড়াঙ্গনে মুখোমুখি ভারত-পাকিস্তান, বিচ হ্যান্ডবলে পাকিস্তানের জয়ে বিতর্কের ঝড়


জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে যখন দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক যুদ্ধের কিনারায়, তখন একেবারে ভিন্ন মঞ্চে—ওমানে অনুষ্ঠিত এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

 

বৃহস্পতিবার (৮ মে) চ্যাম্পিয়নশিপের 'বি' গ্রুপে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২-০ সেটে হারিয়েছে পাকিস্তান।

  • প্রথম সেট: ৩৪–৬

  • দ্বিতীয় সেট: ৩৬–৭

এই জয়ে পাকিস্তান তাদের গ্রুপে শীর্ষে উঠে এসেছে।

 

ভারতের হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে জানিয়েছেন, আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট করলে:

  • ১০ হাজার মার্কিন ডলার জরিমানা

  • ২ বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো

তিনি আরও জানান, তারা ভারতের ক্রীড়া মন্ত্রণালয় ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে নির্দেশনা চাইলেও, ম্যাচের আগে কোনো প্রতিক্রিয়া পাননি।

 

টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ভারতের খেলোয়াড়েরা ম্যাচে কালো বাহুবন্ধনী পরে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। কিন্তু আয়োজক ও এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন সেটি খুলে ফেলতে বলেন, জানিয়ে দেন—এ ধরনের রাজনৈতিক বার্তা বহনকারী কর্মকাণ্ড টুর্নামেন্ট বহিষ্কারের কারণ হতে পারে।

 

পরবর্তী কোনো পর্বে (সেমিফাইনাল/ফাইনাল) পাকিস্তানের বিপক্ষে ফের ম্যাচ পড়লে সরকারি নির্দেশনার অভাব থাকলে দলকে ম্যাচ ছেড়ে দিতে হতে পারে বলেও জানান এইচএফআই-এর পরিচালক।