গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন বাংলাদেশি নীড়

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে চলছে এশিয়ান ব্যক্তিগত দাবা চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় দারুণ ফর্মে রয়েছেন। আজ চতুর্থ রাউন্ডে কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার মাখনেভ ডেনিসকে রুখে দিয়েছেন।

নীড় এই টুর্নামেন্ট শুরুই করেছিলেন সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে কাজাখস্তান ও ভারতের দুই আন্তর্জাতিক মাস্টারের সঙ্গে ড্র করেন। আজ চতুর্থ রাউন্ডে আবার গ্রান্ডমাস্টারকে রুখে দিয়েছেন। কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টারের রেটিং পয়েন্ট ২৫২৬। নীড় চার রাউন্ডেই তার চেয়ে দুই’শ, একশ এগিয়ে থাকা দাবাড়ু–দের সঙ্গে খেলে পয়েন্ট আদায় করেছেন। ফলে তার বর্তমান পারফরম্যান্স রেটিং ২৬২৮।

নয় রাউন্ডের খেলা শেষে নীড়ের পারফরম্যান্স রেটিং ২৬০০ প্লাস থাকলে একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করবেন। এজন্য বাকি পাঁচ রাউন্ডেও নীড়কে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। চার রাউন্ড শেষে নীড়ের পয়েন্ট আড়াই। শতাধিকের বেশি দাবাড়ুদের অংশগ্রহণের এই টুর্নামেন্টে নীড়ের অবস্থান এখন ২৬। 

এশিয়ান এই টুর্নামেন্টে নীড়ের পাশাপাশি খেলছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ। তাহসিন আজ চতুর্থ রাউন্ডে টাইটেলহীন দাবাড়ু–কে পরাজিত করেছেন। সাকলাইন সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগাওয়ের বিপক্ষে হেরেছেন। যার বিপক্ষে নীড় প্রথম রাউন্ডেই জিতেছিলেন। 

আল আইনে বিগত তিন রাউন্ড স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আজ চতুর্থ রাউন্ড সকালে হয়েছে। এখন সেখানে বিটজ টুর্নামেন্ট চলবে। এতে বাংলাদেশের দুই জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় ও নোশিন আঞ্জুম খেলছেন। আজ নোশিন এশিয়ান মহিলা দাবা চ্যাম্পিয়নশীপের চতুর্থ রাউন্ডের ম্যাচে জিতেছেন।