ফুটবল জ্বরে কাঁপবে বিশ্ব, কাল মৌসুমের শেষ এল ক্লাসিকো

লা লিগা শিরোপা নির্ধারণে এল ক্লাসিকো: বার্সা এগিয়ে, রিয়াল বাঁচার লড়াইয়ে


ফুটবল বিশ্বে উত্তেজনার আরেক নাম—এল ক্লাসিকো। আর এবার এই মহারণ হতে যাচ্ছে লা লিগা ২০২৪–২৫ মৌসুমের সম্ভাব্য টাইটেল ডিসাইডার। আগামীকাল, রবিবার (১১ মে) অনুষ্ঠিত হবে লিগের ৩৫তম রাউন্ডের এই হাই-ভোল্টেজ ম্যাচ।

 

বর্তমানে ৩৪ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে, ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
কালকের ম্যাচে বার্সেলোনা জিতলে বা ড্র করলেও, লিগ শিরোপা ধরে রাখার পথ প্রশস্ত হবে কাতালানদের জন্য। তবে রিয়ালের হার মানেই কার্যত শিরোপার বিদায়

 

এ মৌসুমে এখনও পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল—প্রতিবারই জয় পেয়েছে বার্সা। ফলাফল ছিল যথাক্রমে ৪-০, ৫-২ এবং ৩-২। এই ধারাবাহিক ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে মরিয়া কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এছাড়া কোপা দেল রে'র হারের প্রতিশোধও নিতে চায় লস ব্লাঙ্কোসরা।

 

সম্প্রতি ইন্টার মিলানের কাছে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। যদিও হ্যান্সি ফ্লিকের দল ছিল ট্রেবল জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট।
তবে, মনোবল ভেঙে না পড়ে এখন লা লিগার শিরোপা ধরে রাখার দিকে মনোযোগ দিচ্ছে দলটি।

 

এল ক্লাসিকো মানেই গর্বের লড়াই। শুধু তিন পয়েন্ট নয়, দুই ক্লাবের ইতিহাস, ঐতিহ্য, এবং অনুরাগীদের আবেগও জড়িয়ে থাকে এই ম্যাচে।
বিশেষ করে এমন সময়ে যখন লা লিগার ভাগ্য অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের উপর, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা অপেক্ষা করছেন এক মহানাট্যের