স্কাই স্পোর্টসের বিশেষ বর্ষসেরা একাদশে বাংলাদেশের হামজা

হামজা চৌধুরী

হামজা চৌধুরীর অনন্য অর্জন: স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা


বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী জায়গা করে নিয়েছেন স্কাই স্পোর্টসের বর্ষসেরা দক্ষিণ এশীয় একাদশে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির এই খেলোয়াড় বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও মিডফিল্ডে তার দৃঢ়তা নজর কাড়ে সমর্থকদের। সেই ম্যাচ দিয়েই বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে যাত্রা শুরু করেন এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার।

স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদ ইউরোপের সব স্তরের ফুটবলে খেলা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে তৈরি করেছেন এই বর্ষসেরা একাদশ। টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা মিডফিল্ডার হিসেবে একাদশে জায়গা করে নেওয়ায় হামজার অর্জন আরও বিশিষ্ট।

এই একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে হামজার অন্তর্ভুক্তি জাতীয় ফুটবলে নতুন আশার আলো জ্বালিয়েছে।