লা লিগার রেকর্ড ভাঙলেন সরলথ, করলেন দ্রুততম হ্যাটট্রিক
লা লিগার ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেক্সান্ডার সরলথ। গতকাল, ১০ মে ২০২৫, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে তিনি মাত্র ৩ মিনিট ৫৮ সেকেন্ডের ব্যবধানে হ্যাটট্রিক সম্পন্ন করেন, যা লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক হিসেবে স্বীকৃত।
ম্যাচের ৭, ১০ ও ১১ মিনিটে গোল করে সরলথ এই কীর্তি অর্জন করেন। এর আগে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ছিল এডমুন্ডো সুয়ারেজ (১৯৪১) ও কার্লেস বেতিসের (১৯২৯) নামে, যারা ১৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। এই ম্যাচে সরলথ ৩০ মিনিটের মধ্যে চতুর্থ গোলটি করে নিজের গোলসংখ্যা চার-এ নিয়ে যান, যা তাকে অ্যাটলেটিকোর ইতিহাসে দ্রুততম চার গোলের মালিক করে তোলে।
এই পারফরম্যান্সের মাধ্যমে সরলথ অ্যাটলেটিকোর হয়ে চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ১৭ গোলের মালিক হয়েছেন, যা তাকে দলের শীর্ষ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে, যা তাদের চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনে সহায়ক হবে।