অবশেষে সোনালী স্পর্শ, ক্যারিয়ারের প্রথম ট্রফি ছুঁলেন কেইন

বুন্দেসলিগায় প্রথম শিরোপার স্বাদ পেলেন হ্যারি কেইন

ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের ১৫ বছরের ক্যারিয়ারে বহু গোল, বহু প্রশংসা থাকলেও শিরোপা ছিল অধরা। অবশেষে সেই শিরোপার খরা কাটল। বায়ার্ন মিউনিখের হয়ে প্রথম মৌসুমেই জিতে নিলেন জার্মান বুন্দেসলিগা।

গত সপ্তাহেই বেয়ার লেভারকুসেনের হোঁচটের সুযোগে বায়ার্নের ৩৪তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত হয়। শনিবার রাতে মৌসুমের শেষ হোম ম্যাচে বোরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারানোর পর আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হয় বায়ার্নের হাতে।

উৎসবের মুহূর্তে হ্যারি কেইনের চোখেমুখে ছিল স্বস্তি ও উচ্ছ্বাস। তিনি বলেন,

"কাঁধ থেকে যেন বড় বোঝা নেমে গেল। শিরোপা উঁচিয়ে ধরার অনুভূতি অসাধারণ। আশা করি, এটা আমার অনেক শিরোপার প্রথমটি হবে। এখন শুধু উপভোগের সময়।"

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে কোনো ট্রফি না জেতা কেইনের জন্য এটি এক নতুন অধ্যায়ের শুরু।