খেলা শুরু হতে পারে শীঘ্রই, ৪৮ ঘণ্টার মধ্যে আইপিএল নিয়ে বৈঠকে বিসিসিআই
আইপিএল ফের শুরু নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত: বিসিসিআই
ভারত-পাক উত্তেজনার কারণে সাত দিনের জন্য স্থগিত থাকা আইপিএলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোববার জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই পুনরায় শুরুর সময় নির্ধারণ করা হবে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন,
“আইপিএলকে জাতীয় লিগ হিসেবে বিবেচনা করে আমরা ভারত সরকারের সঙ্গে পরামর্শ করতে চাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মতামত সংগ্রহ শেষে আমরা সভা করব এবং পুনরায় শুরু নিয়ে সিদ্ধান্ত নেব।”
তিনি জানান, এখনও ১৬টি ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে রয়েছে চারটি প্লে-অফ। বাকি ম্যাচগুলোর আয়োজনে যেন কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই সরকার, সম্প্রচারক, স্পনসর, ফ্র্যাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা চলবে।
বিসিসিআই শুক্রবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে আইপিএল স্থগিতের ঘোষণা দেয়। তবে ক্রিকেট অনুরাগীদের আশ্বাস দিয়ে সাইকিয়া বলেন,
“টুর্নামেন্ট আবার শুরুর সময় চূড়ান্ত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”